সূরা আত-তীন
Back Home
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
وَالتِّينِ وَالزَّيْتُونِ
وَطُورِ سِينِينَ
وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ
لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ
ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ
أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহীম
ওয়াল-তিরী ওয়াল-যিতুন
ওয়াত-তূরি সীনীন
ওয়াহাজাল বালাদিল আমিন
লাকাদ খালাকনা আল-ইনসানা ফি আহসানি তক্বওয়িম
থুম্মা রদাদনাহু আসফালা সাফিলিন
ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুউ গইরু মামনুন
ফামা ইয়ুকাজিজু ক্বা বদ্দু বিলদিন
আলায়সাল্লাহু বি আহকামিল হাকিমিন
অর্থ:
"আল্লাহর নামে শুরু করি, যিনি পরম দয়ালু, পরম করুণাময়।
আমি যে অঞ্জল ও জিতুন (তিনটি ফলের নাম) দিয়ে শপথ করছি,
আমি সাইন পর্বত এর (বিশেষত্বে শপথ করছি)।
আমি এই নিরাপদ শহরের (মক্কার) শপথ করছি,
আমি আদমকে সুন্দর সৃষ্টিতে সৃষ্টি করেছি।
তারপর তাকে সর্বনিম্ন অবস্থায় ফিরিয়ে নিয়েছি।
তবে যারা বিশ্বাস ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে এক অনন্ত পুরস্কার।
এখন কি তুমিই ইসলামকে অস্বীকার করবে?
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন?"

সুরা তে আরবী, আরবী উচ্চারণ ও বাংলা অর্থ তে আমাদের অনইচ্ছাকৃত ভুল হতে পারে, হলে আমাদের জানাবেন ইনশাআল্লাহ্‌ আমরা ঠিক করে দিবো।

শেখার ভিডিও