সূরা আল তাকাসুর
Back Home
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
أَلْهَاكُمُ التَّكَاثُرُ
حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ اليَقِينِ
لَتَرَوُنَّ الْجَحِيمَ
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ اليَقِينِ
ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আলহাকুমু তাকাসুর।
হত্তা জুर्तুমুল মাকাবির।
কাল্লা সওফা তাআলামুন।
থুম্মা কাল্লা সওফা তাআলামুন।
কাল্লা লও তাআলামুন ইলমাল ইয়াকীন।
লতারাউন্নাল জাহীম।
থুম্মা লতারাউনাহা আইনা ইয়াকীন।
থুম্মা লতুস্‌আলুন ইয়াওমাইদিন আন্নি নাঈম।
অর্থ:
"তোমরা পরস্পরের মাঝে আড়াল সৃষ্টি করেছো, এই চেষ্টায়—
এমনকি তোমরা কবরস্থানে গিয়ে পৌঁছেছো।
কিন্তু না, খুব শীঘ্রই তোমরা জানবে।
পরে না, শীঘ্রই তোমরা জানবে।
যদি তোমরা শাস্তি জানত, তবে নিশ্চয়ই তুমি জানতে যে,
তুমি জাহান্নাম দেখতে পাবে।
পরে তুমি তা বাস্তবে দেখবে,
আর তারপর তোমরা সেই দিন আল্লাহর কাছে প্রশ্ন করা হবে,
সমস্ত নেয়ামত সম্পর্কে।"

সূরা তে আরবী, আরবী উচ্চারণ ও বাংলা অর্থ তে আমাদের অনইচ্ছাকৃত ভুল হতে পারে, হলে আমাদের জানাবেন ইনশাআল্লাহ্‌ আমরা ঠিক করে দিবো।

শেখার ভিডিও