بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
ইন্না আনযালনাহু ফি লাইলাতিল ক্বদর।
ওয়া মা আদরাকামা লাইলাতুল ক্বদর।
লাইলাতুল ক্বদরি খাইরুম মিন আলফি শাহর।
তানাযযালুল মালাইকাতু ওয়ার্ রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আম্র।
সালামুন হিয়া হাত্তা মাতলা’ইল ফাজ্র।
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
ইন্না আনযালনাহু ফি লাইলাতিল ক্বদর।
ওয়া মা আদরাকামা লাইলাতুল ক্বদর।
লাইলাতুল ক্বদরি খাইরুম মিন আলফি শাহর।
তানাযযালুল মালাইকাতু ওয়ার্ রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আম্র।
সালামুন হিয়া হাত্তা মাতলা’ইল ফাজ্র।
অর্থ:
"আমি এ কুরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে।
আর আপনি কি জানেন মহিমান্বিত রাত কী?
মহিমান্বিত রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ।
এ রাতে ফেরেশতারা এবং জিব্রাইল তাদের প্রভুর অনুমতিক্রমে প্রত্যেক বিষয়ে অবতরণ করে।
এ রাতে শান্তি বিরাজ করে ফজরের উদয় পর্যন্ত।"
"আমি এ কুরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে।
আর আপনি কি জানেন মহিমান্বিত রাত কী?
মহিমান্বিত রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ।
এ রাতে ফেরেশতারা এবং জিব্রাইল তাদের প্রভুর অনুমতিক্রমে প্রত্যেক বিষয়ে অবতরণ করে।
এ রাতে শান্তি বিরাজ করে ফজরের উদয় পর্যন্ত।"
সূরা তে আরবী, আরবী উচ্চারণ ও বাংলা অর্থ তে আমাদের অনইচ্ছাকৃত ভুল হতে পারে, হলে আমাদের জানাবেন ইনশাআল্লাহ্ আমরা ঠিক করে দিবো।