بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
مَلِكِ النَّاسِ
إِلَٰهِ النَّاسِ
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
مَلِكِ النَّاسِ
إِلَٰهِ النَّاسِ
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
কুল আ'উযু বি রাব্বি নাস।
মালিকি নাস।
ইলাহি নাস।
মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস।
আল্লাযি ইয়াওয়াসওসু ফি সুদূরিন নাস।
মিনাল জান্নাতি ওয়া নাস।
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
কুল আ'উযু বি রাব্বি নাস।
মালিকি নাস।
ইলাহি নাস।
মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস।
আল্লাযি ইয়াওয়াসওসু ফি সুদূরিন নাস।
মিনাল জান্নাতি ওয়া নাস।
অর্থ:
"আমি মানুষের প্রভু, রাজা, ঈশ্বরের কাছে আশ্রয় প্রার্থনা করি,
যারা মানুষের অন্তরে ফিসফিস করে, তাদের মধ্যে মন্দকে প্ররোচিত করে,
যারা মানুষের মধ্যে গোপনে মন্দ কাজ করতে উত্সাহিত করে,
যারা জ্বিন বা মানুষের মধ্যে হতে পারে।"
"আমি মানুষের প্রভু, রাজা, ঈশ্বরের কাছে আশ্রয় প্রার্থনা করি,
যারা মানুষের অন্তরে ফিসফিস করে, তাদের মধ্যে মন্দকে প্ররোচিত করে,
যারা মানুষের মধ্যে গোপনে মন্দ কাজ করতে উত্সাহিত করে,
যারা জ্বিন বা মানুষের মধ্যে হতে পারে।"
সূরা তে আরবী, আরবী উচ্চারণ ও বাংলা অর্থ তে আমাদের অনইচ্ছাকৃত ভুল হতে পারে, হলে আমাদের জানাবেন ইনশাআল্লাহ্ আমরা ঠিক করে দিবো।