بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
أَرَءَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ
فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ
الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ
الَّذِينَ هُمْ يُرَاءُونَ
وَيَمْنَعُونَ الْمَاعُونَ
أَرَءَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ
فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ
الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ
الَّذِينَ هُمْ يُرَاءُونَ
وَيَمْنَعُونَ الْمَاعُونَ
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
অরায়াতা আল্লাযি ইউকাজিবু বিদ্দীন।
ফাযালিকা আল্লাযি ইয়াদ্দু'উল ইয়াতীম।
ওয়া লা ইয়াহুছু'আলা ত'আমিল মিসকীন।
ফাওইলুল লিল মুসল্লীন।
আল্লাযি-হুম আন সালাতিহিম সাওহুন।
আল্লাযি-হুম ইউরাউন।
ওয়া ইয়াম্নাঊনাল মাআউন।
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
অরায়াতা আল্লাযি ইউকাজিবু বিদ্দীন।
ফাযালিকা আল্লাযি ইয়াদ্দু'উল ইয়াতীম।
ওয়া লা ইয়াহুছু'আলা ত'আমিল মিসকীন।
ফাওইলুল লিল মুসল্লীন।
আল্লাযি-হুম আন সালাতিহিম সাওহুন।
আল্লাযি-হুম ইউরাউন।
ওয়া ইয়াম্নাঊনাল মাআউন।
অর্থ:
"তুমি কি দেখনি ঐ ব্যক্তিকে, যে বিচার দিবসকে মিথ্যা বলে?
সে ঐ ব্যক্তি, যে অনাথকে তাড়িয়ে দেয় এবং অভাবীকে খাবার দেয় না।
সুতরাং, নামাজীদের জন্য ভয়াবহ শাস্তি।
যারা তাদের নামাজ থেকে উদাসীন।
যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে।
আর যারা ছোট ছোট সেবা থেকে বিরত থাকে।"
"তুমি কি দেখনি ঐ ব্যক্তিকে, যে বিচার দিবসকে মিথ্যা বলে?
সে ঐ ব্যক্তি, যে অনাথকে তাড়িয়ে দেয় এবং অভাবীকে খাবার দেয় না।
সুতরাং, নামাজীদের জন্য ভয়াবহ শাস্তি।
যারা তাদের নামাজ থেকে উদাসীন।
যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে।
আর যারা ছোট ছোট সেবা থেকে বিরত থাকে।"
সূরা তে আরবী, আরবী উচ্চারণ ও বাংলা অর্থ তে আমাদের অনইচ্ছাকৃত ভুল হতে পারে, হলে আমাদের জানাবেন ইনশাআল্লাহ্ আমরা ঠিক করে দিবো।