সূরা লাহাব
Back Home
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ
مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ
فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
তাব্বত ইয়াদা আবি লাহাব ওয়াতাব।
মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব।
সয়াসলা নারান জাতাল লাহাব।
ওয়ামরাতুহু হাম্মালাতাল হতম।
ফী জিদিহা হাবলুম মিন মাসাদ।
অর্থ:
"আল্লাহর নাম নিয়ে শুরু করছি।
আবু লাহাবের দুটি হাত ধ্বংস হোক, আর ধ্বংস হোক সে।
তার ধন-সম্পত্তি এবং অর্জিত কিছুই তার উপকারে আসবে না।
সে অবশ্যই জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।
এবং তার স্ত্রী (যে কাঠ বহন করে) তার গলায় তীব্র দড়ি পরিধান করবে।"

সূরা তে আরবী, আরবী উচ্চারণ ও বাংলা অর্থ তে আমাদের অনইচ্ছাকৃত ভুল হতে পারে, হলে আমাদের জানাবেন ইনশাআল্লাহ্‌ আমরা ঠিক করে দিবো।

শেখার ভিডিও