সূরা কুরাইশ
Back Home
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
لِإِيلَافِ قُرَيْشٍ
إِلَٰفِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ
فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ
الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
লি-ইলাফি কুরাইশ।
ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ।
ফালইআবুদু রাব্বা হাযাল বাইত।
আল্লাযী আত্তামাহুম মিন যুআই ওয়াআমানাহুম মিন খাওফ।
অর্থ:
"কুরাইশ সম্প্রদায়ের জন্য তাদের নিরাপত্তা ও ভ্রমণের সুবিধা দেওয়ার জন্য (এটি পাঠিত)।
শীতকাল ও গরমকালে তাদের ভ্রমণ যাতে সুরক্ষিত থাকে, এবং তারা যেন রাব্বুল-বাইতের (কাবার) ইবাদত করে।
ঐ (রাব্বুল-বাইত) যিনি তাদের ক্ষুধা থেকে খাদ্য দিয়েছেন এবং ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন।"

সূরা তে আরবী, আরবী উচ্চারণ ও বাংলা অর্থ তে আমাদের অনইচ্ছাকৃত ভুল হতে পারে, হলে আমাদের জানাবেন ইনশাআল্লাহ্‌ আমরা ঠিক করে দিবো।

শেখার ভিডিও