সূরা কাফিরুন
Back Home
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ
لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন।
লা আ'বুদু মা তাবুদুন।
ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদ।
ওয়ালা আ'না আ'বিদুন মা আবাদতুম।
ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদ।
লাকুম দীনুকুম ওয়ালিয়াদীন।
অর্থ:
"বলো, হে অবিশ্বাসীরা!
আমি তাদের উপাসনা করি না, যাদের আপনি উপাসনা করেন।
এবং আপনিও আমার উপাসনা করেন না।
আমি তাদের উপাসনা করবো না, যাদের আপনি উপাসনা করেন।
এবং আপনিও আমার উপাসনা করবেন না।
তোমাদের ধর্ম তোমাদের জন্য, এবং আমার ধর্ম আমার জন্য।"

সূরা তে আরবী, আরবী উচ্চারণ ও বাংলা অর্থ তে আমাদের অনইচ্ছাকৃত ভুল হতে পারে, হলে আমাদের জানাবেন ইনশাআল্লাহ্‌ আমরা ঠিক করে দিবো।

শেখার ভিডিও