بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আলম তারা কাইফা ফা'লা রাব্বুকা বি আসহাবিল ফীল।
আলম ইয়াজ'ল কাইদাহুম ফি তাদলীল।
ওয়া আরসালা আলাইহিম তায়িরান আবাবিল।
তার্মীহিম বিহিজারাতিন মীন সিজ্জীল।
ফাজ'লাহুম কা'আসফিন মা'কুল।
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আলম তারা কাইফা ফা'লা রাব্বুকা বি আসহাবিল ফীল।
আলম ইয়াজ'ল কাইদাহুম ফি তাদলীল।
ওয়া আরসালা আলাইহিম তায়িরান আবাবিল।
তার্মীহিম বিহিজারাতিন মীন সিজ্জীল।
ফাজ'লাহুম কা'আসফিন মা'কুল।
অর্থ:
"তুমি কি দেখোনি কীভাবে তোমার রব (আল্লাহ) হস্তক্ষেপ করেছিলেন আসহাব-এ-ফীলের বিরুদ্ধে? তারা তাদের ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে গিয়েছিল।
আর তিনি তাদের উপর পাঠিয়েছিলেন পাখির দল, যারা তাদের ওপর পাথরের পাথর ছুঁড়েছিল।
ফলে তিনি তাদেরকে গুঁড়ো করে দিয়েছিলেন, যা খাওয়া গাছের পাতা বা শুকনো গাছের মতো হয়ে গিয়েছিল।"
"তুমি কি দেখোনি কীভাবে তোমার রব (আল্লাহ) হস্তক্ষেপ করেছিলেন আসহাব-এ-ফীলের বিরুদ্ধে? তারা তাদের ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে গিয়েছিল।
আর তিনি তাদের উপর পাঠিয়েছিলেন পাখির দল, যারা তাদের ওপর পাথরের পাথর ছুঁড়েছিল।
ফলে তিনি তাদেরকে গুঁড়ো করে দিয়েছিলেন, যা খাওয়া গাছের পাতা বা শুকনো গাছের মতো হয়ে গিয়েছিল।"
সূরা তে আরবী, আরবী উচ্চারণ ও বাংলা অর্থ তে আমাদের অনইচ্ছাকৃত ভুল হতে পারে, হলে আমাদের জানাবেন ইনশাআল্লাহ্ আমরা ঠিক করে দিবো।