সূরা ফাতিহা
Back Home
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
اَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
الرَّحْمَنِ الرَّحِيمِ
مَالِكِ یَوْمِ الدِّينِ
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
اَهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন
আর-রাহমানির রাহীম
মালিকি ইয়াওমিদ-দিন
ইয়া কা নাবুদু ওয়া ইয়া কা নাসতাঈন
ইহদিনাস-সিরাতাল মুস্তাকীম
সিরাতাল্লাযীনা আন’আমতা ‘লাইহিম গইরি উল-মাগযূবি ‘লাইহিম ওয়ালা ড্বাল্লীন
অর্থ:
"আল্লাহর নামে শুরু করি, যিনি পরম দয়ালু, অসীম দয়ালু।
সমস্ত প্রশংসা আল্লাহর, বিশ্বমন্ডলীর পরম রাব্ব।
তিনি পরম দয়ালু, অসীম দয়ালু।
বিচার দিবসের মালিক।
আমরা শুধু আপনাকেই উপাস্য মনে করি এবং শুধু আপনার কাছ থেকেই সাহায্য প্রার্থনা করি।
আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন,
তাদের পথ যাদের ওপর আপনি অনুগ্রহ করেছেন, যাদের ওপর আপনার ক্রোধ পরিণত হয়নি এবং যারা পথভ্রষ্ট হয়নি।"

সুরা তে আরবী, আরবী উচ্চারণ ও বাংলা অর্থ তে আমাদের অনইচ্ছাকৃত ভুল হতে পারে, হলে আমাদের জানাবেন ইনশাআল্লাহ্‌ আমরা ঠিক করে দিবো।

শেখার ভিডিও