সূরা ফালাক
Back Home
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
مِن شَرِّ مَا خَلَقَ
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
কুল আ'উযু বি রাব্বি ফালাক।
মিন শার্রি মা খালাক।
ওয়ামিন শার্রি গাসিকিন ইজা ওয়াকাব।
ওয়ামিন শার্রি নাফাথাতিফি আলুকাদ।
ওয়ামিন শার্রি হাসিদিন ইজা হাসাদ।
অর্থ:
"বলুন, আমি অন্ধকারের ভয় থেকে, যা সৃষ্টি করেছে আল্লাহ, তার কাছে আশ্রয় গ্রহণ করছি।
রাতের অন্ধকার যখন ঘনিয়ে আসে, তখন তার শয়তানি থেকে এবং নিস্তারার্থী লোকদের শত্রুতার পরিণতি থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি।"

সূরা তে আরবী, আরবী উচ্চারণ ও বাংলা অর্থ তে আমাদের অনইচ্ছাকৃত ভুল হতে পারে, হলে আমাদের জানাবেন ইনশাআল্লাহ্‌ আমরা ঠিক করে দিবো।

শেখার ভিডিও