সূরা আসর
Back Home
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَالْعَصْرِ
إِنَّ الإِنسَانَ لَفِي خُسْرٍ
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
ওয়াল আসর।
ইন্নাল ইনসানা লাফি খুসর।
ইল্লা আল্লাজীনা আমানু ওয়ামিলু সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিল সাবির।
অর্থ:
"সময়ের শপথ! মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে।
তবে যারা বিশ্বাস স্থাপন করেছে, সৎকর্ম করেছে, একে অপরকে সত্যের প্রতি উপদেশ দিয়েছে এবং একে অপরকে sabir এর প্রতি উপদেশ দিয়েছে, তারা ছিন্ন নেই।"

সূরা তে আরবী, আরবী উচ্চারণ ও বাংলা অর্থ তে আমাদের অনইচ্ছাকৃত ভুল হতে পারে, হলে আমাদের জানাবেন ইনশাআল্লাহ্‌ আমরা ঠিক করে দিবো।

শেখার ভিডিও