সূরা আলাক
Back Home
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ
كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَىٰ
أَنْ رَآهُ اسْتَغْنَىٰ
إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ
أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ
عَبْدًا إِذَا صَلَّىٰ
أَرَأَيْتَ إِنْ كَانَ عَلَى الْهُدَىٰ
أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ
أَرَأَيْتَ إِنْ كَذَّبَ وَتَوَلَّىٰ
أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَىٰ
كَلَّا لَئِنْ لَمْ يَنْتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ
نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ
فَلْيَدْعُ نَادِيَهُ
سَنَدْعُ الزَّبَانِيَةَ
كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহীম
ইক্বরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক
খালাকাল ইনসানা মিন আলাক
ইক্বরা ওয়ারাব্বুকাল আকরাম
আল্লাজি আল্লামা বিলকালাম
আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম
কাল্লা ইন্নাল ইনসানা লাইয়াতগা
আর-রাহুস্তাগনা
ইন্না ইলা রাব্বিকাল রুজ'আ
আর-আইতাল্লাজি ইয়ানহা
আব্দান ইজা সাল্লা
আর-আইতা ইন কানা আলাল হুদা
আও আমারা বিত্-তাক্বওয়া
আর-আইতা ইন ক্বাজযাবা ওয়াতাওয়ালা
আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা
কাল্লা লাইন লাম ইয়ান্তাহি লানাসফা'ম্বিন্নাসিয়াহ
নাসিয়াতিন কাজিবাতিন খাতিয়াহ
ফাল্যাদু নাদিয়াহ
সানাদু আয-জাবানিয়াহ
কাল্লা লা তুতিঊহু ওয়াসজুদ ওয়াকতারিব।
অর্থ:
"পড়, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন।
তিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন।
পড়, আর তোমার প্রভু হলেন সর্বাধিক সম্মানিত।
যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন।
তিনি মানুষকে শিখিয়েছেন যা তারা জানতো না।
অবশ্যই মানুষ সীমা অতিক্রম করে,
যখন সে নিজেকে অভাবমুক্ত ভাবে।
নিশ্চয় তোমার প্রভুর দিকে প্রত্যাবর্তন রয়েছে।
তুমি কি দেখেছ, যে বাধা দেয়,
একজন বান্দাকে যখন সে নামাজ পড়ে।
তুমি কি দেখেছ, যদি সে সৎপথে থাকে,
অথবা তাকওয়ার আদেশ দেয়।
তুমি কি দেখেছ, যদি সে মিথ্যাকে প্রত্যাখ্যান করে এবং মুখ ফিরিয়ে নেয়।
সে কি জানে না যে আল্লাহ তাকে দেখেন?
না, যদি সে বিরত না হয়, আমরা তার কপাল ধরে টানব,
একটি মিথ্যাবাদী পাপী কপাল।
তাহলে সে তার সভাসদকে ডাকুক।
আমরা ডেকে আনব জাহান্নামের প্রহরীদের।
কখনোই তাকে অনুসরণ করো না। সিজদা করো এবং আল্লাহর নৈকট্য লাভ কর।"

সুরা তে আরবী, আরবী উচ্চারণ ও বাংলা অর্থ তে আমাদের অনইচ্ছাকৃত ভুল হতে পারে, হলে আমাদের জানাবেন ইনশাআল্লাহ্‌ আমরা ঠিক করে দিবো।

শেখার ভিডিও