সূরা আল আদিয়াত
Back Home
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَالْعَادِيَاتِ ضَبْحًا
فَالْمُورِيَاتِ قَدْحًا
فَالْمُغِيرَاتِ صُبْحًا
فَأَثَرْنَ بِهِ نَقْعًا
فَوَسَطْنَ بِهِ جَمْعًا
إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ
وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ
وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ
أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ
وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ
إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
ওয়াল আ‘দিয়াতি দাবহা।
ফাল মূরিয়াতি কাদহা।
ফাল মুঘীরাতি সুবহা।
ফা’আথার্না বিহি নাক’আ।
ফাওয়াসৎনা বিহি জাম’আ।
ইন্নাল ইন্সানা লিরাব্বিহি লাকানুদ।
ওয়াইন্নাহু আ‘লা জালিকা লাশাহিদ।
ওয়াইনুহু লিহুব্বিল খাইরি লাশিদ।
আফালা ইয়ালামু ইযা বু‘থিরা মা ফি কুবূরি।
ওয়াহুসিলা মা ফি সুদূরি।
ইন্না রাব্বাহুম্বিহিম ইয়াওমাআযিন লাখবীর।
অর্থ:
"তিনিই যিনি শপথ করেছেন ঘোড়াগুলির,
যে ঘোড়াগুলি দ্রুত ছুটে যায়,
যে ঘোড়াগুলি অগ্নি জ্বালায়,
এবং যেগুলি দিনের প্রথম ভাগে আক্রমণ করে,
এমন ঘোড়াগুলি যা বালু উড়িয়ে এবং সংঘটিত করে।
মানুষ তার প্রভুর প্রতি অভ্যস্ত, কিন্তু তার অবাধ্যতার কারণে,
এবং সে নিজেই জানে না তার সত্যিকার অবস্থান।
কী হবে যখন কবরগুলি উলটে যাবে,
এবং মানুষ জানবে তাদের অন্তর কী সঞ্চয় করেছে।
নিশ্চয়ই তাদের রব তাদের ব্যাপারে জানেন।"

সূরা তে আরবী, আরবী উচ্চারণ ও বাংলা অর্থ তে আমাদের অনইচ্ছাকৃত ভুল হতে পারে, হলে আমাদের জানাবেন ইনশাআল্লাহ্‌ আমরা ঠিক করে দিবো।

শেখার ভিডিও