নিয়ত অন্তরের ব্যাপার। নামাজ শুরু করার আগে মনে মনে এই সিদ্ধান্ত নেওয়া যে, আপনি আল্লাহর জন্য একটি নির্দিষ্ট নামাজ আদায় করছেন। এটি করার জন্য আলাদা কোনো দোয়া বা আরবি বাক্য উচ্চারণ করার প্রয়োজন নেই।
আপনার নামাজের ধরন অনুযায়ী মনস্থির করুন, যেমন: ফজর, যোহর, আসর, মাগরিব বা এশার নামাজ। এরপরে "আল্লাহু আকবার" বলে নামাজ শুরু করুন।
اللَّهُ أَكْبَرُ
আল্লাহু আকবার
আল্লাহ মহান
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَىٰ جَدُّكَ، وَلَا إِلٰهَ غَيْرُكَ
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তা'আলা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গাইরুকা
হে আল্লাহ! আপনি পবিত্র, আপনার প্রশংসা পবিত্র, আপনার নাম বরকতময়, আপনার মর্যাদা উচ্চ। আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
আউজু বিল্লাহি মিনাশ শাইত্বানির রাজিম
আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তান থেকে, যাকে বিতাড়িত করা হয়েছে
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি
سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ
সুবহানা রাব্বিয়াল আযিম
মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি
سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَىٰ
সুবহানা রাব্বিয়াল আ'লা
সর্বোচ্চ প্রভুর পবিত্রতা বর্ণনা করছি
التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَىٰ عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তুয়্যিবাতু, আসসালামু আলাইকা আইইউহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু
সমস্ত প্রশংসা ও সালাম আল্লাহর জন্য, যাবতীয় দোয়া ও পবিত্রতা তাঁরই জন্য। হে নবী! আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত ও বরকত। আমাদের এবং আল্লাহর নেক বান্দাদের প্রতি শান্তি। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর দাস ও রাসূল
اللَّهُمَّ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ. اللَّهُمَّ بَارِكْ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَাহِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াআলা আ'লি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়াআলা আ'লি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়াআলা আ'লি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়াআলা আ'লি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ
হে আল্লাহ! মুহাম্মদ (সা.) এবং তাঁর পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করুন, যেমন আপনি ইব্রাহিম (আ.) এবং তাঁর পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করেছেন। আপনি প্রশংসিত ও মহিমাময়। হে আল্লাহ! মুহাম্মদ (সা.) এবং তাঁর পরিবারবর্গের উপর বরকত দান করুন, যেমন আপনি ইব্রাহিম (আ.) এবং তাঁর পরিবারবর্গের উপর বরকত দান করেছেন। আপনি প্রশংসিত ও মহিমাময়
اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ
আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসিরা, ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ারহামনি, ইন্নাকা আন্তাল গফুরুর রাহিম
হে আল্লাহ! আমি নিজেকে অনেক জুলুম করেছি। আর আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারেন না। অতএব, আপনি নিজ অনুগ্রহে আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল, দয়ালু
اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَىٰ عَلَيْكَ، وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ
আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইতা, ওয়াআফিনি ফিমান আ'ফাইতা, ওয়াতাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা, ওয়াবারিকলি ফিমা আ'তাইতা, ওয়াকিনি শার্রা মা কদাইতা। ইন্নাকা তাকদি ওয়ালা ইউকদা আলাইকা, ওয়াইন্নাহু লা ইয়াজিল্লু মান ওয়ালাইতা, ওয়ালা ইয়াআজ্জু মান আ'দাইতা। তাবারাকতা রব্বানা ওয়া তা'আলাইতা
হে আল্লাহ! আপনি আমাকে পথ দেখান তাদের সাথে যাদের আপনি পথ দেখিয়েছেন। আমাকে শান্তি দিন তাদের সাথে যাদের আপনি শান্তি দিয়েছেন। আমাকে সহায়তা করুন তাদের সাথে যাদের আপনি সহায়তা করেছেন। আমাকে আপনার দেওয়া বরকতে বরকতময় করুন। আমাকে রক্ষা করুন আপনার ফায়সালার কুপ্রভাব থেকে। নিশ্চয়ই আপনি ফায়সালা করেন এবং কেউ আপনার বিরুদ্ধে ফায়সালা করতে পারে না। যাকে আপনি সাহায্য করেন, সে কখনও লাঞ্ছিত হয় না। আর যাকে আপনি শত্রু করেন, সে কখনও সম্মানিত হতে পারে না। আপনি পবিত্র, আমাদের পালনকর্তা। আপনি মহিমান্বিত
السلام عليكم ورحمة الله
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আপনার প্রতি শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক
أَسْتَغْفِرُ اللَّهَ رَبِّي مِن كُلِّ ذَنبٍ وَأَتُوبُ إِلَيْهِ
আস্তাগফিরুল্লাহ (৩ বার)
আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আমার সমস্ত পাপের জন্য এবং তার কাছে তওবা করি
اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام
আল্লাহুম্মা আনতা সালামু উমিনকা সালামু তাবারাক্তা ইয়াজ্জালাল ওয়াল ইকরাম
হে আল্লাহ! আপনি শান্তি দানকারী, আপনার কাছ থেকেই শান্তি আসে, আপনি মহান এবং মহানুভব
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তা'খুযুহু সিনাতুঁ ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদ। মানযাল্লাযী ইয়াশফাউ ই'ন্দাহু ইল্লা বি-ইযনিহ। ইয়া'লামু মা বাইনা আইদীহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহীতুনা বিহী শাই'ইম্ মিন্ ই'লমিহি ইল্লা বিমা শা। ওয়াসি'আ কুরসিইউহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। ওয়া হুয়াল আলিইয়্যুল আযীম
আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, সৃষ্টিকর্তা। তাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু আছে তা সবই তাঁর। কে আছ এমন যে তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে সুপারিশ করতে পারে? তিনি জানেন যা তাদের সামনে ও পিছনে। আর তাঁরা তাঁর ইলমের কিছুমাত্র আয়ত্ত করতে পারে না, যা তিনি ইচ্ছা করেন তা ছাড়া। তাঁর আরশ আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে এবং সেগুলোর দেখাশোনা তাঁকে ক্লান্ত করে না। আর তিনি সর্বোচ্চ, মহাপ্রতাপশালী
سُبْحَانَ اللَّهِ 33 وَالْحَمْدُ لِلَّهِ 33 وَاللَّهُ أَكْبَرُ 34
সুবহানাল্লাহ ৩৩ বার
আলহামদুলিল্লাহ ৩৩ বার
আল্লাহু আকবর ৩৪ বার
আল্লাহর পবিত্রতা ৩৩ বার, আল্লাহর প্রশংসা ৩৩ বার এবং আল্লাহ সর্বশক্তিমান ৩৪ বার বলা
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ
সুবহানাল্লাহ, ওয়াবিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম (৩ বার)
আল্লাহর পবিত্রতা ও তার প্রশংসা করা, মহান আল্লাহর পবিত্রতা
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ. هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ. هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ ۖ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গাইবি ওয়াশ্ শাহাদাহ। হুয়ার রহমানুর রাহীম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আযীযুল জাব্বারুল মুতা-কাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশ্ রিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়ারু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়া হুয়াল আযীজুল হাকীম
তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি গায়ব এবং দৃশ্যমান জগতের জ্ঞানী। তিনি পরম করুণাময়, অতীব দয়ালু। তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি শাসক, পবিত্র, শান্তি প্রদানকারী, নিরাপত্তা দানকারী, পর্যবেক্ষণকারী, পরাক্রমশালী, প্রভাবশালী এবং মর্যাদাশীল। তারা যাকে শরিক করে, তিনি তা থেকে পবিত্র। তিনি আল্লাহ, সৃষ্টিকর্তা, উদ্ভাবক এবং আকৃতিদাতা। তাঁরই জন্য রয়েছে সবচেয়ে সুন্দর নামসমূহ। আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে তা তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَىٰ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, খালাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু। আউজু বিকা মিন শাররি মা সানাতু। আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়া, ওয়া আবু উবিজামবি, ফাগফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা
হে আল্লাহ! তুমি আমার প্রতিপালক। তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আর আমি তোমার দাস। আমি যতটা সম্ভব তোমার প্রতিশ্রুতি ও অঙ্গীকার পালনে অঙ্গীকারবদ্ধ। আমি আমার কৃতকর্মের কুপ্রভাব থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমি তোমার কাছে স্বীকার করছি তোমার অনুগ্রহসমূহ আমার প্রতি রয়েছে এবং আমি আমার গুনাহগুলো স্বীকার করছি। অতএব, তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নেই
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা, ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই, আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। হে আল্লাহ! আপনি যা দিয়েছেন তা কেউ রোধ করতে পারে না, আপনি যা রোধ করেছেন তা কেউ দিতে পারে না, এবং আপনার সামনে কোনো ধনী ব্যক্তির ধন-সম্পদ কোনো উপকারে আসে না