নামাজ শেখার গাইড - হানাফি মাযহাব
পিছনে হোম

নামাজের ধাপসমূহ

১. অযু করা (পবিত্রতা অর্জন)
নামাজের পূর্বে অযু করা ফরজ। অযু করার সঠিক পদ্ধতি হল:
  1. নিয়ত করা (মনে মনে)
  2. বিসমিল্লাহ বলা
  3. হাতের কব্জি পর্যন্ত তিনবার ধৌত করা
  4. মুখমণ্ডল তিনবার ধৌত করা
  5. ডান হাত কনুইসহ তিনবার ধৌত করা
  6. বাম হাত কনুইসহ তিনবার ধৌত করা
  7. মাথা মাসেহ করা (একবার)
  8. ডান পা টাখনুসহ তিনবার ধৌত করা
  9. বাম পা টাখনুসহ তিনবার ধৌত করা
হাদিস: "আল্লাহ তাআলা অযু ছাড়া কোনো নামাজ গ্রহণ করেন না।" (সহীহ মুসলিম, ২২৪)
২. কিবলা দিকে মুখ করা
কাবা শরিফের দিকে মুখ করে নামাজ আদায় করতে হবে। যদি কিবলার দিক নিশ্চিত না জানা থাকে তবে অনুমান করে নিবেন।
হাদিস: "কিবলার দিকে মুখ করো।" (সহীহ বুখারী, ৪০১)
৩. নামাজের নিয়ত করা
মনে মনে কোন নামাজ, কত রাকাআত পড়বেন তার নিয়ত করতে হবে। নিয়ত মুখে বলা বিদআত (নব আবিষ্কৃত আমল)।
হাদিস: "নিশ্চয় সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল।" (সহীহ বুখারী, ১)
৪. তাকবীরে তাহরীমা (আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা)
দুই হাত কান পর্যন্ত উঠিয়ে "আল্লাহু আকবার" বলে নামাজ শুরু করতে হবে। এরপর হাত বাঁধতে হবে - ডান হাত বাম হাতের উপর নাভির নিচে রাখবেন।
اللهُ أَكْبَرُ
অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ।
হাদিস: "নবী (সা.) নামাজ শুরু করতেন 'আল্লাহু আকবার' বলে।" (সুনান আবু দাউদ, ৭৩০)
৫. সানা পড়া
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلاَ إِلَهَ غَيْرُكَ
অর্থ: হে আল্লাহ! আমি তোমার পবিত্রতা বর্ণনা করি এবং তোমার প্রশংসা করি। তোমার নাম বরকতময় এবং তোমার মর্যাদা সর্বোচ্চ। তুমি ছাড়া কোনো ইলাহ নেই।
হাদিস: "নবী (সা.) নামাজে এ দোয়া পড়তেন।" (সুনান আবু দাউদ, ৭৭৫)
৬. সুরা ফাতিহা পড়া
প্রত্যেক রাকাআতে সুরা ফাতিহা পড়া ফরজ। ফাতিহার আগে "আউযুবিল্লাহ..." ও "বিসমিল্লাহ..." পড়তে হবে।
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ﴿١﴾ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ﴿٢﴾ مَالِكِ يَوْمِ الدِّينِ ﴿٣﴾ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٤﴾ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ﴿٥﴾ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ﴿٦﴾
হাদিস: "যে নামাজে সূরা ফাতিহা পড়া হয়নি, তা অসম্পূর্ণ।" (সহীহ মুসলিম, ৩৯৫)
৭. রুকু করা
"আল্লাহু আকবার" বলে রুকুতে যাবেন। রুকুতে হাঁটুতে হাত রেখে পিঠ সমান করে রাখবেন এবং তিনবার "সুবহানা রাব্বিয়াল আযীম" পড়বেন।
سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ
অর্থ: আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি।
হাদিস: "রুকু অবস্থায় 'সুবহানা রাব্বিয়াল আযীম' বলো।" (সুনান আবু দাউদ, ৮৭০)
৮. সিজদা করা
রুকু থেকে উঠে "সামিআল্লাহু লিমান হামিদাহ" বলবেন, তারপর "আল্লাহু আকবার" বলে সিজদায় যাবেন। সিজদায় তিনবার "সুবহানা রাব্বিয়াল আ'লা" পড়বেন।
سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى
অর্থ: আমার সর্বোচ্চ রবের পবিত্রতা বর্ণনা করছি।
হাদিস: "সিজদায় তোমাদের অঙ্গ-প্রত্যঙ্গ স্থির রাখো।" (সহীহ বুখারী, ৭৯৩)
৯. তাশাহুদ পড়া
শেষ রাকাআতে "আত্তাহিয়াতু" পড়বেন:
التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
অর্থ: সকল সম্মান, সকল ইবাদত ও সকল পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী! আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত ও তাঁর বারাকাত সমূহ। আমাদের উপর এবং আল্লাহর সকল নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রাসূল।
হাদিস: "নবী (সা.) এভাবে তাশাহুদ পড়তেন।" (সহীহ বুখারী, ۶২৬৫)
১০. দুরুদ শরিফ পড়া
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
অর্থ: হে আল্লাহ! মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবার-পরিজনের উপর রহমত বর্ষণ করুন, যেমন আপনি ইব্রাহীম (আ.) ও তাঁর পরিবার-পরিজনের উপর রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয় আপনি প্রশংসিত, মহিমান্বিত। হে আল্লাহ! মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবার-পরিজনের উপর বরকত দান করুন, যেমন আপনি ইব্রাহীম (আ.) ও তাঁর পরিবার-পরিজনের উপর বরকত দান করেছিলেন। নিশ্চয় আপনি প্রশংসিত, মহিমান্বিত।
হাদিস: "যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করবেন।" (সহীহ মুসলিম, ৪০৮)
১১. সালাম দেওয়া (নামাজ শেষ করা)
প্রথমে ডান দিকে "আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ" বলে তারপর বাম দিকে একইভাবে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ
অর্থ: আপনার উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক।
হাদিস: "নবী (সা.) ডান ও বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতেন।" (সহীহ মুসলিম, ৫৮২)
বিশেষ নির্দেশনা:

নামাজ শেখার ভিডিও