সব
সকাল
সন্ধ্যা
ঘুম
খাবার
নামাজ
ঘর-বাড়ি
যাত্রা
স্বাস্থ্য
সকাল ঘুম থেকে উঠার দোয়া
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
"আলহামদু লিল্লাহিল্লাজি আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।"
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যুর পর জীবিত করেছেন এবং তাঁর কাছেই পুনরুত্থান।
সহীহ বুখারী, হাদীস নং ৬৩১২
সকাল সকালের দোয়া
أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ
"আসবাহনা ওয়া আসবাহাল মূলকু লিল্লাহি, ওয়াল হামদু লিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু।"
আমরা সকালে উপনীত হলাম এবং সমস্ত রাজত্ব আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই।
মুসলিম, হাদীস নং ২৭২৩
সকাল সকালে পড়ার বিশেষ দোয়া
اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ
"আল্লাহুম্মা বিহা আসবাহনা, ওয়া বিহা আমসাইনা, ওয়া বিহা নাহইয়া, ওয়া বিহা নামুতু, ওয়া ইলাইকান নুশুর।"
হে আল্লাহ! তোমারই অনুগ্রহে আমরা সকালে উপনীত হয়েছি, তোমারই অনুগ্রহে আমরা সন্ধ্যায় উপনীত হই, তোমারই অনুগ্রহে আমরা বাঁচি, তোমারই অনুগ্রহে আমরা মরি এবং তোমার কাছেই পুনরুত্থান।
তিরমিযী, হাদীস নং ৩৩৯১
সন্ধ্যা সন্ধ্যার দোয়া
أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ
"আমসাইনা ওয়া আমসাল মূলকু লিল্লাহি, ওয়াল হামদু লিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু।"
আমরা সন্ধ্যায় উপনীত হলাম এবং সমস্ত রাজত্ব আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই।
মুসলিম, হাদীস নং ২৭২৩
সন্ধ্যা সন্ধ্যায় পড়ার বিশেষ দোয়া
اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ الْمَصِيرُ
"আল্লাহুম্মা বিহা আমসাইনা, ওয়া বিহা আসবাহনা, ওয়া বিহা নাহইয়া, ওয়া বিহা নামুতু, ওয়া ইলাইকাল মাসির।"
হে আল্লাহ! তোমারই অনুগ্রহে আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি, তোমারই অনুগ্রহে আমরা সকালে উপনীত হই, তোমারই অনুগ্রহে আমরা বাঁচি, তোমারই অনুগ্রহে আমরা মরি এবং তোমার কাছেই প্রত্যাবর্তন।
তিরমিযী, হাদীস নং ৩৩৯১
ঘুম ঘুমানোর আগের দোয়া
بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا
"বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া।"
হে আল্লাহ! তোমার নামে আমি মৃত্যুবরণ করি এবং জীবন লাভ করি।
বুখারী, হাদীস নং ৬৩২৪
ঘুম ঘুমানোর সময়ের দোয়া
اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ
"আল্লাহুম্মা ক্বিনি আজাবাকা ইয়াওমা তাব'আছু ইবাদাক।"
হে আল্লাহ! তোমার বান্দাদেরকে পুনরুত্থিত করার দিন তোমার শাস্তি থেকে আমাকে রক্ষা করো।
আবু দাউদ, হাদীস নং ৫০৪৫
ঘুম বিছানায় শোয়ার সময়ের দোয়া
اللَّهُمَّ خَلَقْتَ نَفْسِي وَأَنْتَ تَوَفَّاهَا، لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا، إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا، وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ
"আল্লাহুম্মা খালাকতা নাফসি ওয়া আনতা তাওয়াফফাহা, লাকা মামাতুহা ওয়া মাহইয়াহা, ইন আহইয়াইতাহা ফাহফাজহা, ওয়া ইন আমাত্তাহা ফাগফির লাহা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া।"
হে আল্লাহ! তুমিই আমার রূহ সৃষ্টি করেছ এবং তুমিই তা কবজ করবে। তার মৃত্যু ও জীবন তোমারই হাতে। যদি তুমি তাকে জীবিত রাখ তবে তাকে হিফাজত করো, আর যদি তুমি তাকে মৃত্যু দান কর তবে তাকে ক্ষমা করো। হে আল্লাহ! আমি তোমার কাছে সুস্থতা চাই।
মুসলিম, হাদীস নং ২৭১২
খাবার খাবার শুরু করার দোয়া
بِسْمِ اللَّهِ وَعَلَى بَرَكَةِ اللَّهِ
"বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহি।"
আল্লাহর নামে শুরু করছি এবং আল্লাহর বরকতের উপর।
আবু দাউদ, হাদীস নং ৩৭৬৭
খাবার খাবার শেষের দোয়া
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ
"আলহামদু লিল্লাহিল্লাজি আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মুসলিমিন।"
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং আমাদের মুসলিম বানালেন।
আবু দাউদ, হাদীস নং ৩৮৫০
খাবার খাবার পরে পড়ার দোয়া
الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا
"আলহামদু লিল্লাহি হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, গাইরা মাকফিয়্যিওঁ ওয়া লা মুয়াদ্দায়িওঁ ওয়া লা মুসতাগনান আনহু রাব্বানা।"
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, অধিক প্রশংসা, পবিত্র প্রশংসা ও বরকতময় প্রশংসা, যা অপর্যাপ্ত নয়, পরিত্যক্ত নয় এবং যার থেকে আমরা বেপরোয়া নই, হে আমাদের রব!
বুখারী, হাদীস নং ৫৪৫৮
নামাজ নামাজের পরের দোয়া
أَسْتَغْفِرُ اللَّهَ (ثلاثاً) اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ
"আস্তাগফিরুল্লাহ (৩ বার), আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।"
আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি (৩ বার)। হে আল্লাহ! তুমিই শান্তি এবং তোমার কাছ থেকেই শান্তি। হে মহিমান্বিত ও সম্মানিত আল্লাহ! তুমি বরকতময়।
মুসলিম, হাদীস নং ৫৯১
নামাজ রুকু থেকে উঠার পরের দোয়া
سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الْحَمْدُ
"সামি'আল্লাহু লিমান হামিদাহ, রাব্বানা ওয়া লাকাল হামদু।"
আল্লাহ তার প্রশংসা শুনেছেন যে তার প্রশংসা করেছে। হে আমাদের রব! তোমারই সকল প্রশংসা।
বুখারী, হাদীস নং ৭৯৫
নামাজ তাশাহহুদে পড়ার দোয়া
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
"আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিওঁ ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিওঁ ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ।"
হে আল্লাহ! মুহাম্মদ ও তাঁর পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করুন, যেমন আপনি ইব্রাহিম ও তাঁর পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত, মহিমান্বিত। হে আল্লাহ! মুহাম্মদ ও তাঁর পরিবারবর্গের উপর বরকত দান করুন, যেমন আপনি ইব্রাহিম ও তাঁর পরিবারবর্গের উপর বরকত দান করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত, মহিমান্বিত।
বুখারী, হাদীস নং ৩৩৭০
ঘর-বাড়ি বাড়িতে প্রবেশের দোয়া
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا
"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাওলিজি ওয়া খাইরাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খারাজনা, ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।"
হে আল্লাহ! আমি আপনার কাছে প্রবেশের উত্তম স্থান ও বের হওয়ার উত্তম স্থান চাই। আল্লাহর নামে আমরা প্রবেশ করলাম এবং আল্লাহর নামেই বের হলাম, আর আমাদের রব আল্লাহর উপরই আমরা ভরসা করলাম।
আবু দাউদ, হাদীস নং ৫০৯৬
ঘর-বাড়ি বাড়ি থেকে বের হওয়ার দোয়া
بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
"বিসমিল্লাহি, তাওয়াক্কালতু আলাল্লাহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।"
আল্লাহর নামে, আমি আল্লাহর উপর ভরসা করলাম। আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই।
তিরমিযী, হাদীস নং ৩৪২৬
ঘর-বাড়ি নতুন বাড়িতে প্রবেশের দোয়া
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
"আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক।"
আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের আশ্রয় নিচ্ছি তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে।
মুসলিম, হাদীস নং ২৭০৮
যাত্রা যাত্রা শুরু করার দোয়া
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ
"সুবহানাল্লাজি সাখখারা লানা হাজা ওয়া মা কুননা লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন।"
পবিত্র তিনি যিনি আমাদের জন্য এটা (যানবাহন) নিয়ন্ত্রিত করেছেন, অথচ আমরা এর নিয়ন্ত্রণে সক্ষম ছিলাম না। আর নিশ্চয় আমরা আমাদের রবের দিকেই ফিরে যাব।
মুসলিম, হাদীস নং ১৩৪২
যাত্রা সফরে থাকাকালীন দোয়া
اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ، اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ
"আল্লাহুম্মা হাওয়িউ আলাইনা সাফারানা হাজা ওয়াত্বুি আন্না বু'দাহু, আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফারি ওয়াল খালিফাতু ফিল আহলি।"
হে আল্লাহ! আমাদের এই সফর সহজ করে দাও এবং এর দূরত্ব সংক্ষিপ্ত করে দাও। হে আল্লাহ! তুমিই সফরের সাথী এবং পরিবারের তত্ত্বাবধায়ক।
মুসলিম, হাদীস নং ১৩৪২
যাত্রা সফর থেকে ফেরার দোয়া
آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ
"আয়িবুনা, তা'ইবুনা, আবিদুনা, লি রাব্বিনা হামিদুন।"
আমরা ফিরছি, তওবাকারী, ইবাদতকারী এবং আমাদের রবের প্রশংসাকারী।
বুখারী, হাদীস নং ৩০৮৪
স্বাস্থ্য অসুস্থ অবস্থায় পড়ার দোয়া
اللَّهُمَّ رَبَّ النَّاسِ، أَذْهِبِ الْبَأْسَ، اشْفِ أَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
"আল্লাহুম্মা রাব্বান নাসি, আজহিবিল বা'সা, ইশফি আনতাশ শাফি, লা শিফাআ ইল্লা শিফাউকা, শিফাআন লা ইউগাদিরু সাকামা।"
হে আল্লাহ! মানুষদের রব! কষ্ট দূর করো, আরোগ্য দান করো, তুমিই আরোগ্য দানকারী। তোমার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই, এমন আরোগ্য দান করো যাতে কোনো রোগ অবশিষ্ট না থাকে।
বুখারী, হাদীস নং ৫৭৪২
স্বাস্থ্য রোগমুক্তির দোয়া
أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ
"আসআলুল্লাহাল আজিম, রাব্বাল আরশিল আজিম, আইয়াইশফিকা।"
আমি মহান আল্লাহর কাছে, মহান আরশের রবের কাছে প্রার্থনা করছি যেন তিনি তোমাকে সুস্থ করে দেন।
তিরমিযী, হাদীস নং ২০৮৩
স্বাস্থ্য ব্যথা-বেদনা থেকে মুক্তির দোয়া
ضَعْ يَدَكَ عَلَى الَّذِي تَأَلَّمَ مِنْ جَسَدِكَ، وَقُلْ بِاسْمِ اللَّهِ ثَلَاثًا، وَقُلْ سَبْعَ مَرَّاتٍ أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
"দা' ইয়াদাকা আলাল্লাজি তা'ল্লামা মিন জাসাদিকা, ওয়া কুল বিসমিল্লাহি (৩ বার), ওয়া কুল সাব'আ মাররাতিন আউজু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু।"
তোমার হাত তোমার শরীরের যে স্থানে ব্যথা রয়েছে সেখানে রাখো এবং তিনবার "বিসমিল্লাহ" বলো, তারপর সাতবার বলো: "আমি আল্লাহ ও তাঁর ক্ষমতার আশ্রয় নিচ্ছি, এই ব্যথা ও যা থেকে আমি আশঙ্কা করি তার অনিষ্ট থেকে।"
মুসলিম, হাদীস নং ২২০২
সকাল সকালে আয়াতুল কুরসি পড়ার ফজিলত
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
"আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুজুহু সিনাতুওঁ ওয়া লা নাউম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাজি ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বিইজনিহ, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইয়িম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসিয়া কুরসিইয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফজুহুমা, ওয়া হুওয়াল আলিয়্যুল আজিম।"
আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করে না এবং নিদ্রাও নয়। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তাঁর। কে আছ এমন যে তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে সুপারিশ করবে? তিনি জানেন তাদের সামনে ও পিছনে যা কিছু আছে। আর তাঁর জ্ঞান থেকে তারা কোনো কিছুই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর জন্য কঠিন নয়। তিনি সর্বোচ্চ ও সর্বাপেক্ষা মহান।
সূরা বাকারা, আয়াত ২৫৫
সকাল সকালে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ার ফজিলত
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ﴿١﴾ اللَّهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾
"কুল হুওয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ।"
বলুন, তিনি আল্লাহ, একক। আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাঁকে জন্ম দেয়নি। আর তাঁর সমতুল্য কেউ নেই।
সূরা ইখলাস (১১২)
সকাল সকালে দরূদ শরীফ পড়ার ফজিলত
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
"আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিওঁ ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিওঁ ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ।"
হে আল্লাহ! মুহাম্মদ ও তাঁর পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করুন, যেমন আপনি ইব্রাহিম ও তাঁর পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত, মহিমান্বিত। হে আল্লাহ! মুহাম্মদ ও তাঁর পরিবারবর্গের উপর বরকত দান করুন, যেমন আপনি ইব্রাহিম ও তাঁর পরিবারবর্গের উপর বরকত দান করেছেন। নিশ্চয় আপনি প্রশংসিত, মহিমান্বিত।
বুখারী, হাদীস নং ৩৩৭০
জরুরী বিপদ-আপদে পড়ার দোয়া
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
"লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন।"
তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র। নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম।
সূরা আম্বিয়া, আয়াত ৮৭
জরুরী দুশ্চিন্তা ও দুঃখ থেকে মুক্তির দোয়া
اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، وَابْنُ عَبْدِكَ، وَابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدْرِي، وَجِلَاءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي
"আল্লাহুম্মা ইন্নি আবদুকা, ওয়াবনু আবদিকা, ওয়াবনু আমাতিকা, নাসিয়াতি বিইয়াদিকা, মাদিন ফিয়া হুকমুকা, আদলুন ফিয়া কাদাউকা, আসআলুকা বিকুল্লিসমিন হুওয়া লাকা, সাম্মাইতা বিহি নাফসাকা, আও আনজালতাহু ফি কিতাবিকা, আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা, আওইসতা'সারতা বিহি ফি ইলমিল গাইবি ইন্দাকা, আন তাজ'আলাল কুরআনা রাবিআ কালবি, ওয়া নুরা সাদরি, ওয়া জিলাআ হুজনি, ওয়া জাহাবা হাম্মি।"
হে আল্লাহ! আমি তোমার বান্দা, তোমার বান্দার সন্তান এবং তোমার বান্দীর সন্তান। আমার কপাল তোমার হাতে। আমার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কার্যকর, তোমার ফয়সালা ন্যায়সঙ্গত। আমি তোমার কাছে তোমার সেই সব নামে প্রার্থনা করছি, যা তুমি নিজের জন্য রেখেছ, অথবা তোমার কিতাবে নাযিল করেছ, অথবা তোমার কোনো সৃষ্টিকে শিখিয়েছ, অথবা গায়বের জ্ঞানে তোমার কাছে আছে, যেন তুমি কুরআনকে আমার হৃদয়ের বসন্ত, আমার বক্ষের আলো, আমার দুঃখের নিরসন এবং আমার চিন্তার অবসান করো।
মুসনাদ আহমাদ, হাদীস নং ৩৭১২
ক্ষমা ক্ষমা প্রার্থনার দোয়া
رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
"রাব্বিগফির লি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওওয়াবুর রাহিম।"
হে আমার রব! আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয় আপনি তওবা কবুলকারী, পরম দয়ালু।
সূরা হুদ, আয়াত ৯০
ক্ষমা সাইয়িদুল ইস্তিগফার (ক্ষমার শ্রেষ্ঠ দোয়া)
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
"আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা, খালাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু, আউজু বিকা মিন শাররি মা সানাতু, আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া, ওয়া আবুউ লাকা বিজাম্বি, ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা।"
হে আল্লাহ! তুমিই আমার রব, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা। আমি যথাসাধ্য তোমার সাথে কৃত অঙ্গীকার ও ওয়াদা পূর্ণ করব। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। আমি তোমার নেয়ামতের স্বীকৃতি দিচ্ছি এবং আমার গুনাহেরও স্বীকৃতি দিচ্ছি। অতএব আমাকে ক্ষমা করো, কেননা তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।
বুখারী, হাদীস নং ৬৩০৬
সাধারণ কল্যাণ কামনার দোয়া
اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِيَ الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي فِيهَا مَعَاشِي، وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي، وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ، وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ
"আল্লাহুম্মা আসলিহ লি দিনিয়াল্লাজি হুয়া ইসমাতু আমরি, ওয়া আসলিহ লি দুনইয়াইয়াতিল্লাতি ফিহা মাআশি, ওয়া আসলিহ লি আখিরাতিল্লাতি ফিহা মাআদি, ওয়াজ'আলিল হায়াতা জিয়াদাতান লি ফি কুল্লি খাইরিন, ওয়াজ'আলিল মাউতা রাহাতান লি মিন কুল্লি শাররিন।"
হে আল্লাহ! আমার দীনকে সংশোধন করুন, যা আমার সব বিষয়ের রক্ষাকবচ। আমার দুনিয়াকে সংশোধন করুন, যেখানে আমার জীবন-জীবিকা। আমার আখিরাতকে সংশোধন করুন, যেখানে আমার প্রত্যাবর্তন। জীবনকে আমার জন্য প্রত্যেক কল্যাণে বৃদ্ধির কারণ বানিয়ে দিন এবং মৃত্যুকে আমার জন্য সকল অকল্যাণ থেকে মুক্তির কারণ বানিয়ে দিন।
মুসলিম, হাদীস নং ২৭২০
সাধারণ রিজিকের জন্য দোয়া
اللَّهُمَّ ارْزُقْنَا رِزْقًا حَلَالًا طَيِّبًا وَاسِعًا مِنْ غَيْرِ تَعَبٍ وَلَا مَشَقَّةٍ وَلَا ضَيْرٍ وَلَا نَصَبٍ، وَارْزُقْنَا مِنْ فَضْلِكَ الْوَاسِعِ رِزْقًا نَشْكُرُكَ عَلَيْهِ
"আল্লাহুম্মার জুকনা রিজকান হালালান তাইয়িবান ওয়াসিয়াম মিন গাইরি তা'বিওঁ ওয়া লা মাশাক্কাতিওঁ ওয়া লা দাইরিওঁ ওয়া লা নাসাবিন, ওয়ারজুকনা মিন ফাদলিকাল ওয়াসিয়ি রিজকান নাশকুরুকা আলাইহি।"
হে আল্লাহ! আমাদের হালাল, পবিত্র ও প্রশস্ত রিজিক দান করুন, কষ্ট, ক্লান্তি, ক্ষতি ও পরিশ্রম ছাড়াই। আর তোমার প্রশস্ত অনুগ্রহ থেকে আমাদের এমন রিজিক দান করুন যার জন্য আমরা তোমার শুকরিয়া আদায় করি।
ইবনে মাজাহ, হাদীস নং ৩৮৩৬
সাধারণ বিপদ থেকে আশ্রয় চাওয়ার দোয়া
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
"আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি, ওয়াল আজজি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দালাআদ দাইনি ওয়া গালাবাতির রিজাল।"
হে আল্লাহ! আমি তোমার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের বোঝা ও মানুষের দমন-পীড়ন থেকে আশ্রয় চাই।
বুখারী, হাদীস নং ৬৩৬৩