৫০টি সহীহ হাদিস

হাদিস ১

إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ

অনুবাদ: সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। (সহীহ বুখারি)

হাদিস ২

الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ وَجَنَّةُ الْكَافِرِ

অনুবাদ: দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। (সহীহ মুসলিম)

হাদিস ৩

الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ

অনুবাদ: প্রকৃত মুসলিম সেই ব্যক্তি, যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। (সহীহ বুখারি)

হাদিস ৪

إِنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ أَدْوَمُهَا وَإِنْ قَلَّ

অনুবাদ: আল্লাহর কাছে প্রিয়তম কাজ হলো যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। (সহীহ বুখারি)

হাদিস ৫

الدَّالُّ عَلَى الْخَيْرِ كَفَاعِلِهِ

অনুবাদ: যে ব্যক্তি ভালো কাজের দিকে আহ্বান করে, সে ওই কাজকারীর মতোই সওয়াব পায়। (সহীহ মুসলিম)

হাদিস ৬

لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

অনুবাদ: তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে, তা তার ভাইয়ের জন্যও ভালোবাসে। (সহীহ বুখারি)

হাদিস ৭

خَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ

অনুবাদ: উত্তম ব্যক্তি সেই, যে মানুষের উপকারে আসে। (সহীহ বুখারি)

হাদিস ৮

مَنْ كَتَمَ عِلْمًا أَلْجَمَهُ اللَّهُ بِلِجَامٍ مِنْ نَارٍ يَوْمَ الْقِيَامَةِ

অনুবাদ: যে ব্যক্তি জ্ঞান লুকায়, আল্লাহ কিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম পরাবেন। (সহীহ বুখারি)

হাদিস ৯

إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ

অনুবাদ: আল্লাহ শুধুমাত্র মুত্তাকীদের (ভয়ভীতিদের) থেকে কবুল করেন। (সুরা মায়িদা: ২৭)

হাদিস ১০

مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ

অনুবাদ: যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহও তার সাথে সাক্ষাৎ পছন্দ করেন। (সহীহ বুখারি)

হাদিস ১১

مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا

অনুবাদ: যে আমাদের ধোঁকা দেয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। (সহীহ মুসলিম)

হাদিস ১২

إِنَّ اللَّهَ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ

অনুবাদ: আল্লাহ প্রত্যেক বিষয়ে উত্তম ব্যবহার লিখে দিয়েছেন। (সহীহ মুসলিম)

হাদিস ১৩

لَا تَغْضَبْ

অনুবাদ: রাগ করো না। (সহীহ বুখারি)

হাদিস ১৪

الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ

অনুবাদ: একজন মুসলিম আরেক মুসলিমের ভাই। (সহীহ বুখারি)

হাদিস ১৫

الدِّينُ النَّصِيحَةُ

অনুবাদ: ধর্ম হল পরামর্শ। (সহীহ মুসলিম)

হাদিস ১৬

مَنْ أَحَبَّ أَنْ يُزَحْزَحَ عَنِ النَّارِ وَيُدْخَلَ الْجَنَّةَ

অনুবাদ: যে জাহান্নাম থেকে রক্ষা পেতে চায় এবং জান্নাতে প্রবেশ করতে চায়, তাকে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। (সহীহ বুখারি)

হাদিস ১৭

إِنَّ الْحَيَاءَ مِنَ الْإِيمَانِ

অনুবাদ: লজ্জাশীলতা ঈমানের অংশ। (সহীহ বুখারি)

হাদিস ১৮

مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ

অনুবাদ: যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। (সহীহ বুখারি)

হাদিস ১৯

إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ

অনুবাদ: নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। (সহীহ মুসলিম)

হাদিস ২০

مَنْ لاَ يَرْحَمُ لاَ يُرْحَمُ

অনুবাদ: যে দয়া করে না, তাকে দয়া করা হয় না। (সহীহ বুখারি)

হাদিস ২১

خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ

অনুবাদ: তোমাদের মধ্যে সে-ই উত্তম, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়। (সহীহ বুখারি)

হাদিস ২২

إِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الْأُولَى

অনুবাদ: ধৈর্য হলো প্রথম আঘাতের সময়ে। (সহীহ বুখারি)

হাদিস ২৩

إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَاضِعِينَ

অনুবাদ: আল্লাহ বিনম্রদের ভালোবাসেন। (সহীহ মুসলিম)

হাদিস ২৪

إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا

অনুবাদ: আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন। (সুরা যুমার: ৫৩)

হাদিস ২৫

لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ

অনুবাদ: যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। (সহীহ মুসলিম)

হাদিস ২৬

مَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ

অনুবাদ: যে মুসলিমের গোপন বিষয় ঢেকে রাখে, আল্লাহ তার গোপন বিষয় ঢেকে রাখবেন। (সহীহ বুখারি)

হাদিস ২৭

لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَلَدِهِ وَوَالِدِهِ

অনুবাদ: তোমাদের কেউ প্রকৃত ঈমানদার হবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান ও পিতার চেয়েও প্রিয় হয়ে যাই। (সহীহ বুখারি)

হাদিস ২৮

مَنْ لاَ يَشْكُرُ النَّاسَ لاَ يَشْكُرُ اللَّهَ

অনুবাদ: যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না। (সহীহ বুখারি)

হাদিস ২৯

إِنَّمَا يُرْزَقُ الْعَبْدُ بِحَسَبِ النِّيَّةِ

অনুবাদ: বান্দাকে তার নিয়ত অনুযায়ী রিযিক দেয়া হয়। (সহীহ মুসলিম)

হাদিস ৩০

الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ

অনুবাদ: মানুষ তার প্রিয়জনদের সঙ্গেই থাকবে। (সহীহ বুখারি)

হাদিস ৩১

الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ

অনুবাদ: পবিত্রতা ঈমানের অর্ধেক। (সহীহ মুসলিম)

হাদিস ৩২

مَنْ صَمَتَ نَجَا

অনুবাদ: যে চুপ থাকে, সে নিরাপদ থাকে। (তিরমিজি)

হাদিস ৩৩

لَا يَزَالُ الْعَبْدُ فِي فَضْلِ صَلَاةٍ مَا دَامَ فِي مُصَلَّاهُ

অনুবাদ: যতক্ষণ বান্দা তার নামাজের স্থানে থাকে, সে সাওয়াবের মধ্যে থাকে। (সহীহ বুখারি)

হাদিস ৩৪

مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ

অনুবাদ: যে ভালো কাজের দাওয়াত দেয়, সে কাজটি করায় যেমন সাওয়াব পাবে। (তিরমিজি)

হাদিস ৩৫

لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

অনুবাদ: তোমাদের কেউ প্রকৃত মুমিন নয় যতক্ষণ না সে তার ভাইয়ের জন্যও সেই জিনিস ভালোবাসে যা সে নিজের জন্য ভালোবাসে। (সহীহ বুখারি)

হাদিস ৩৬

إِنَّ اللَّهَ حَرَّمَ الظُّلْمَ عَلَى نَفْسِهِ

অনুবাদ: আল্লাহ নিজের উপর জুলুম হারাম করেছেন। (সহীহ মুসলিম)

হাদিস ৩৭

مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ

অনুবাদ: দান করার ফলে সম্পদ কমে না। (সহীহ মুসলিম)

হাদিস ৩৮

الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ

অনুবাদ: প্রকৃত মুসলিম সেই, যার হাত ও জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। (সহীহ বুখারি)

হাদিস ৩৯

الْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ

অনুবাদ: সুন্দর কথা বলা সদকা। (সহীহ বুখারি)

হাদিস ৪০

إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ

অনুবাদ: কাজের ফল নির্ভর করে নিয়তের উপর। (সহীহ বুখারি)

হাদিস ৪১

الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ

অনুবাদ: দোয়া হলো ইবাদতের মূল। (তিরমিজি)

হাদিস ৪২

مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ

অনুবাদ: যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করেন। (সহীহ মুসলিম)

হাদিস ৪৩

خَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ

অনুবাদ: মানুষের মধ্যে সে-ই উত্তম, যে অন্য মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। (তিরমিজি)

হাদিস ৪৪

مَنْ تَوَاضَعَ لِلَّهِ رَفَعَهُ اللَّهُ

অনুবাদ: যে ব্যক্তি আল্লাহর জন্য বিনম্র হয়, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন। (সহীহ মুসলিম)

হাদিস ৪৫

إِنَّ اللَّهَ يُحِبُّ إِذَا عَمِلَ أَحَدُكُمْ عَمَلًا أَنْ يُتْقِنَهُ

অনুবাদ: আল্লাহ ভালোবাসেন যে ব্যক্তি তার কাজ সুন্দরভাবে সম্পন্ন করে। (তিরমিজি)

হাদিস ৪৬

الْمُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا

অনুবাদ: একজন মুমিন আরেক মুমিনের জন্য ইমারতের মতো, তারা একে অপরকে শক্তিশালী করে। (সহীহ বুখারি)

হাদিস ৪৭

لَا تَحَاسَدُوا

অনুবাদ: পরস্পরের প্রতি হিংসা করো না। (সহীহ বুখারি)

হাদিস ৪৮

السَّاعِي عَلَى الْأَرْمَلَةِ وَالْمِسْكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ

অনুবাদ: বিধবা ও অভাবীদের জন্য চেষ্টা করা আল্লাহর পথে জিহাদ করার মতো। (সহীহ বুখারি)

হাদিস ৪৯

مَنْ صَلَّى الْفَجْرَ فِي جَمَاعَةٍ فَهُوَ فِي ذِمَّةِ اللَّهِ

অনুবাদ: যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে, সে আল্লাহর হেফাজতে থাকে। (তিরমিজি)

হাদিস ৫০

لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ ن ধন্যবাদ!

ধন্যবাদ!

যদি কোনো ভুল বা ভ্রান্তি থাকে, অনুগ্রহ করে আমাকে জানান, আমি তা ঠিক করে দিব।

আপনার মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ।